ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ বিভ্রাটে অচল সান ফ্রান্সিসকো, অন্ধকারে ১ লাখ ৩০ হাজার বাসিন্দা মুস্তাফিজের বোলিং নৈপুন্যে টানা দ্বিতীয় জয় দুবাই ক্যাপিটালসের গার্লফ্রেন্ড খুঁজছেন টম ক্রুজ ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত সাতক্ষীরায় শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে শোকের মাতম উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৬ষ্ঠ সাউথ এশিয়ান (এসএ) গেমসের কারাতে প্রতিযোগিতায় বান্দরবানের নয় বিজয়ীকে পুরস্কার দেয়া হয়েছে। আজ রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা তার নিজ কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত এস এ গেমসে বান্দরবান জেলার এই কারাতেকাররা পদক জয় করেন। পুরস্কার হিসেবে স্বর্ণ পদক জয়ী ২ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা, রৌপ্য জয়ী ৩ জনের প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং ব্রোঞ্জ জয়ী ৪ জনের প্রত্যেককে ২০ হাজার টাকার চেক দেন ক্য শৈ হ্লা।এসএ গেমসে একক কাতায় স্বর্ণ এবং ৫৫ কেজি ও দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন সিংক্যউ। একক কাতায় স্বর্ণ এবং ৫৪ কেজি ও দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন রুইতুম ¤্রাে। এছাড়া একক কাতায় রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন নুমে মার্মা।
এদিকে ছাইনুয়ই মার্মা একক কাতায় রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ পদক, ক্যছাউ মার্মা ৫২ কেজিতে রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ এবং রেংহিন ¤্রাে, টুম্পং ¤্রাে, প্রু ওয়াচিং মার্মা, মেতওয়াইং মার্মা কারাতের বিভিন্ন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat