রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ মার্চ) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণে তিনতলা ভবনের দেয়ালের অংশ ধসে পড়েছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করে। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117