ভেনিজুয়েলার প্রয়াত বামপন্থী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যু বার্ষিকীতে সমর্থকরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল রোববার হাজার হাজার সমর্থক আইকনিক সমাজতান্ত্রিক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার দেহাবশেষ রাখা পুরোনো একটি সামরিক ব্যারাক ঘিঁরে রাখে। খবর এএফপি’র।
লুইসা আদ্রিয়ান (৫৬), এএফপি’কে বলেন, ‘তিনি ছিলেন সেরা একজন কমান্ডার, একজন প্রধান ও তার জনগণের জন্য একজন চমৎকার নেতা। তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তিনি যা রেখে গেছেন তা দিয়ে ১০, ২০ বছর অতিবাহিত হতে পারে এবং তারপরও অনুভব করা যেতে পারে।’
শ্যাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনিজুয়েলা শাসন করেন। ২০১৩ সালে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত শাসনকাজ চালিয়ে যান। শ্যাভেজ তার উত্তরসূরি নিকোলাস মাদুরোকে রেখে যান। শ্যাভেজের মৃত্যুর ঘোষণার তিন দিন পর সাবেক বাস চালক মাদুরো ক্ষমতা গ্রহণ করেন এবং সেই বছরের ১৪ এপ্রিল নির্বাচিত হন।
২০১৮ সালে ভোট জালিয়াতির অভিযোগের মধ্যে দিয়ে মাদুরো পুনরায় নির্বাচিত হন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117