মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, লিগ্যাল এডুকেশনের চেয়ারম্যান আব্দুল বাতেন, উপসচিব মো. আফজাল উর রহমান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতাসহ বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরা।
বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা ও বার কাউন্সিলের সহকারী পরিচালক (তথ্য) একরামুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117