ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৫৩৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা ও মাদারীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে  আন্তঃজেলা ডাকাত সর্দার লিটনসহ ৮ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত সর্দার মো. ইসমাইল সরদার ওরফে লিটন (৩৮),  সর্দার মো. মামুন সরদার (৩০),শেখ জাহাঙ্গীর (৫২),  জলিল ওরফে সম্পদ বেপারী (৬১),  রুবেল মোল্লা (৩৪), মো. হারুন (৫৫), সুমন মাতুব্বর (৪৫) ও মো. আব্দুল্লাহ আল মামুন (৩৩)।
ডাকাত সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও হত্যা চেষ্টাসহ ২০ টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত প্রত্যেকের নামে  ছিনতাই, ডাকাতি অপহরণ ও মাদক মামলা রয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান। 
র‌্যাব-১০ এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, সোমবার মধ্যরাত ও আজ মঙ্গলবার ভোর রাতে রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
ঘটনার বিবরণ ও মামলা সূত্রের বরাত দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা জানান, গত ২৭ মে রাত আনুমানিক ২ টার দিকে দেশীয় অস্ত্রসহ ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাখুন্ডা বাজারের নৈশ্য প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চোখ, মুখ, হাত ও পা বেঁধে মারধর করে এবং সবাইকে বাজারের নতুন গলিতে বেঁধে রাখে। পরবর্তীতে ডাকাতরা বাজারের স্বর্ণের দোকান, মুদি দোকান, ইলেক্ট্রনিক্সের দোকনসহ বেশকয়েকটি দোকানের বিপুল পরিমান মালামাল লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদি হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অজ্ঞাতনামা ১২ থেকে ১৪ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। 
সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি  দল সোমবার রাতে রাজধানীর লালবাগ থানার ইসলামবাগ এলাকা থেকে ফরিদপুরের বাখন্ডা বাজারে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার ইসমাইল সরদার ওরফে লিটনকে প্রথমে গ্রেফতার করে। লিটনের দেয়া তথ্য অনুযায়ী একই রাতে রাজধানীর শ্যামপুর, দক্ষিণ কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায়  অভিযান  চালিয়ে মো. মামুন সরদার, শেখ জাহাঙ্গীর,  জলিল ওরফে সম্পদ বেপারী,  রুবেল মোল্লা ও হারুনকে গ্রেফতার করে র‌্যাব।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাটার (তালা কাটায় ব্যবহৃত), রুপার অলংকার ও ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এডিশনাল ডিআইজি বলেন, গ্রেফতারকৃতদের তথ্যমতে আজ মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১০ এর একটি দল মাদারীপুর জেলার সদর থানার কেন্দুয়া বাজিদপুর ও রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ওই ডাকাতির সাথে জড়িত সুমন মাতুব্বর ও আব্দুল্লাহ আল মামুনকে আটক করে। তাদের কাছ থেকে ডাকাতির জন্য ব্যবহৃত ককটেল তৈরির সালফার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাখন্ডা বাজারে ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।  তাদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat