ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৬৭৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ নিয়ে গবেষণা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ গাজীপুর মহানগরীর জয়দেবপুর, টঙ্গী ও গাছা থানা এবং কৃষি নগর এলাকার বিভিন্ন স্থানে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে ভীত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে  আরো ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি ’৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট ২০০৪ সালে রাষ্ট্রীয় সন্ত্রাসসহ বিভিন্ন হত্যাকান্ড চালিয়েছে। প্রতিবারই সন্ত্রাসীরা স্বাধীনতা বিরোধী অপশক্তি সাময়িকভাবে সফল হলেও চূড়ান্তাভবে তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো। একই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ১৫ আগস্ট জাতির পিতার হত্যার পর ধানমন্ডির ৩২ নম্বরের ইতিহাস থমকে দাঁড়িয়েছিলো। জাতীয় নেতাদের হত্যা, তাদের চরিত্রহনন করে কুলঙ্গাররা এদেশে অসত্য ইতিহাস প্রতিষ্ঠা করতে ব্যর্থ প্রচেষ্টা করেছিলো। আজ সেই সম¯ Íবিপথগামী স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
এসব অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, মেট্্েরা  থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, ২৫ নং আওয়ামী লীগের সভাপতি এবিএম নাসির উদ্দিন নাসির, গাজীপুর সিটির কাউন্সিলর আয়েশা আক্তার ও জবেদ আলী জবে, মহানগর ছাত্র লীগ সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর সকল শহিদদের বিদেহী আত্মার কল্যাণ কামনায় এসব অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat