দক্ষিণী সিনেমার সাবেক তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য বর্তমানে দুজনেই ব্যস্ত তাদের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে। প্রেম থেকে দাম্পত্য জীবন নিয়ে যতখানি চর্চায় ছিল তারা বিচ্ছেদের পরেও তাতে এতটুকুও ভাটা পড়েনি। সামান্থার সঙ্গে ছাড়াছাড়ির পর ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার প্রেমের কানাঘুষা এখন সর্বত্র। অন্যদিকে, কাজের বাইরে একাধিকবার অসুস্থতার খবরে শিরোনামে এসেছেন সামান্থা। আর দুজনের সম্পর্কের তিক্ততার রেশ এখনও কাটেনি বললেই চলে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি তেলুগু সিনেমা দেখতে যান নাগা। সিনেমার বিরতিতে সামান্থার ‘কুশি’ সিনেমার ট্রেলার পর্দায় দেখেই সঙ্গে সঙ্গেই নাকি হল ছেড়ে বেরিয়ে যান নাগা।
খুব শিগগিরই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে। ইতিমধ্যেই সিনেমার গান মন জয় করেছে দর্শকদের।
দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেমের পরে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের আগে ছিলেন লিভ ইন সম্পর্কে। সব মিলিয়ে প্রায় এক দশকের সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে যায় বিয়ের মাত্র চার বছরের মাথায়। তাদের বিচ্ছেদের খবরে হতবাক হয়ে যান তাদের ভক্তরাও। এই মুহূর্তে নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন অভিনেত্রী।