ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৭৮৬৯০১ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া সাধারণ সম্পাদক আব্দুল আলিম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনামূল্যে চাল, ডাল দেয়ার নামে জাতীয় মৎস্যজীবী সমিতির কার্ড বিক্রি করে অতিরিক্ত টাকা আত্মসাতের অভিযোগ উঠলেও বহাল তবিয়তেই সাধারণ সম্পাদক পদে রয়েছে আব্দুল আলিম। কেন্দ্র থেকে নেওয়া হয়নি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা। 
জানা যায়, জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া শাখায় বিনামূল্যে চাল, ডাল দেয়ার কথা বলে বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীদের নিকট কার্ড বিক্রি করে অতিরিক্ত  টাকা হাতিয়ে নিয়েছে উল্লাপাড়া শাখার জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বিভিন্ন ওয়ার্ডে দুস্থ্য অসহায় মৎস্যজীবীরা বিনামূল্যে চাল, ডাল পাওয়ার আশায় ১২০ টাকার বিনিময়ে আব্দুল আলিমের নিকট হতে কার্ড কিনেছে। কিন্তু কাংখিত সময়ে চাল-ডাল ও অতিরিক্ত টাকা নেওয়ার কথা জানাজানি হলে হতাশায় পড়েছে তারা। 
ইতোমধ্যেই তিনি উপজেলায় ৩ শতাধিক মৎস্যজীবীর নিকট টাকার বিনিময়ে কার্ড বিক্রি করে দিয়েছেন বলে স্বীকার করেন জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম।  
জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া সাধারণ সম্পাদক আব্দুল আলিমের অনিয়মের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরও জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটি  এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহন না করায় হতাশা বিরাজ করছে স্থানীয় মৎস্যজীবী কার্ডধারীদের মাঝে। আব্দুল আলীম বহাল তবিয়তেই পদে থেকে বেপরোয়া হয়ে উপজেলা জুড়ে আরও জাতীয় মৎস্যজীবীর কার্ড বিক্রির পাঁয়তারা করছে বলে জানান মৎস্যজীবী সদস্যরা । 
 স্থানীয় মৎস্যজীবী কার্ডধারীরা বলছেন এ  ঘটনায় আব্দুল আলীমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। দূর্নীতি করার পরও  কেন্দ্র থেকে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না।  তার বিরুদ্ধে কেন্দ্র থেকে  কোনো পদক্ষেপ না নেওয়ায় উপজেলা মৎস্যজীবীদের মধ্যে হতাশা বিরাজ করছে। 

উল্লেখ্য, আব্দুল আলিমের অনিয়মের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে প্রকাশ হলে ও আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয়  কর্মকা- প্রশ্নবিদ্ধ করায় উপজেলা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ও যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৯ আগষ্ট মোহনপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আলীমকে তার কর্মকা- বিষয়ে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলে । তিনি কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো স-দুত্তর না দিয়ে নানা বিষয়ে কটুক্তিমূলক মন্তব্য করা ও দলীয় কর্মকা- প্রশ্নবিদ্ধ করায় আব্দুল আলীমকে গত মঙ্গলবার (২৯ আগষ্ট) সংগঠন থেকে বহিষ্কার করে উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।

এ বিষয়ে জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সদস্য করার জন্য ১শত ১০ টাকা করে নেওয়া হয়েছে এবং আরো ১০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে খরচের জন্য। আর চাল-ডাল দেওয়ার কথা বলে কার্ড করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat