সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা ইউনিয়নে কৃষি সম্প্রসারণ কর্তৃক মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বেলা এগারো টায় উপজেলা নাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মাঠ দিবস পালিত হয়েছে।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রোপা আমন ধানের রিলে আধুনিক প্রযুক্তির মাঠ দিবস উৎযাপন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে আধুনিক প্রযুক্তির মাঠ দিবসঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের উল্লাপাড়া - সলংগা আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।সেই সাথে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, সলংগা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সলংগা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সলংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার প্রমুখ।