ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৮১৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে হতাশাজনক অতীত রেকর্ড সম্পর্কে  জানতেন না সফরকারি নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক লুকি ফার্গুসন। তবে এখানে সিরিজ জয় কারাটা বেশ চ্যালেঞ্জের হবে স্বীকার  করেছেন তিনি।
২০০৮ সাল থেকে বাংলাদেশে কোন ওয়ানডে ম্যাচ জিততে পারেনি কিউইরা। বিপরীতে হেরে গেছে টানা সাত ম্যাচে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ২০১০ সালে ৪-০ ব্যবধানে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরেছে ৫ ম্যাচের সিরিজ। ২০১৩ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এরপর এটি হবে বাংলাদেশের মাটিতে দল দুটির প্রথম ওয়ানডে সিরিজ।
ফার্গুসন বলেন,‘ আমরা জানি নিজেদের মাটিতে বাংলাদেশ কতটা শক্তিশালী। সুতরাং তাদের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে । এখানে আমি প্রথম খেলতে এসেছি। সুতরাং এখান থেকে আমার অনেক কিছু শেখার আছে। তবে ছেলেরা আগামী কালের ম্যাচের জন্য সত্যিই মুখিয়ে আছে।’    
বোলিং কোচ শন জার্গেনসনের কাছ থেকে অনেক কিছু জেনেছেন বলে উল্লেখ করেছেন ফার্গুসন। ২০১৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের বোলিং কোচ ছিলেন জার্গেনসন। কিউই অধিনায়ক বলেন,‘  আমি (ব্যর্থতার অতীত) রেকর্ড সম্পর্কে জানতাম না। তবে প্রতিটি সিরিজ আমরা জয়ের জন্যই খেলি। আমি যেমনটা বলছিলাম, নিজেদের কন্ডিশনে খুবই ভালো খেলে বাংলাদেশ। এখানেই বিশাল এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সিরিজটি নিজেদের করার জন্য ছেলেরা ব্যপক প্রস্তুতি নিয়েছে।’
সফরকারি অধিনায়ক বলেন,‘ আমরা জানি প্রথম বল দিয়ে প্রথম ম্যাচ শুরু হয়। সুতরাং আগামীকাল যা ঘটতে যাচ্ছে তার প্রতি মনোযোগ দেয়া এবং যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেস্টা করা আমাদের জন্য গুরুত্বপুর্ন। দলের অনেকেরই এখানে খেলার অতীত অভিজ্ঞতা নেই। সুতরাং আমাদের খুব দ্রুত মানিয়ে নিতে হবে।
অতীতে এখানে খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় এবং জার্গেনসনের কাছ থেকে পাওয়া ধারনার উপর আমরা অবশ্যই নির্ভরশীল। তার কাছ থেকে জেনেছি এখানে কিভাবে ইনিংস খেলতে হয়, কিভাবে ব্যাট করতে হয়, কিভাবে বল হাতে নিজেদের সুরক্ষা দিতে হয়।’
সফরকারি প্রায় প্রতিটি দলই বাংলাদেশে এসে ধুকেছে  তাই স্বাগতিক এই দলের বিপক্ষে কিভাবে মোকাবেলা করতে হবে সেটি রপ্ত করে এসেছেন বলে জানিয়েছেন ফার্গুসন। তিনি বলেন,‘ আমি বাংলাদেশ  দলের ইংল্যান্ড সফরের হাইলাইট দেখেছি, যেখানে পেসাররা প্রচুর বেশ কিছু উইকেট পেয়েছে।  এখানে উইকেট আর্দ্র হবার সঙ্গে সঙ্গে বল সুইং করে। পিচেরও কিছুটা পরিবর্তন ঘটে। সুতরাং আগামীকাল আমরা সুইং ব্যবহার করব।’
 অধিনায়ক লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ইশ সোধি এবং উইল ইয়াংসহ বিশ^কাপ দলে জায়গা পাওয়া মাত্র পাঁচ খেলোয়াড় আমাদের সাথে আছ।   আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজে অভিজ্ঞ পেস বোলার ট্রেন্ট বোল্ট গুরুদায়িত্ব পালন করবেন বলেও জানান কিউই অধিনায়ক ফার্গুসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat