সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের বেকার যুব মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষে প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরণ।
নকশীকাঁথা ও ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের পোশাক তৈরিতে উন্নত মানের প্রশিক্ষক প্রদান করা হয়েছে। সেই সাথে বেকারত্ব দুরিকরনের লক্ষ্যে ২৫ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সলপ ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
২২ সেপ্টেম্বর সকাল দশটায় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রশিক্ষণার্থী মহিলাদের মাঝে শেলাই মেশিন বিতরণ ও রেম শো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারবার নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান ইতিমধ্যে
সলপ ইউনিয়নের ৪৫২জন বেকার যুব মহিলাদের প্রশিক্ষণ সম্পুর্ন করে তাদের মাঝে ধারাবাহিক ভাবে শেলাই মেশিন বিতরণ করেন।
প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা তাদের তৈরিকৃত পোশাকের উপস্থিতির মাঝে রেম শো অনুষ্ঠিত হয়।সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
ইউপি চেয়ারম্যান ও সিরাজগঞ্জের উল্লাপাড়া আসন থেকে নৌকার কান্ডারী হিসেবে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. শওকাত ওসমান বলেন, ইতোমধ্যেই ইউনিয়নের ৪৫২ বেকার যুব মহিলাদের শেলাই ও নকশীকাঁথা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৬৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন করে আরো ২৫টি সেলাই মেশিন যুব মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
সরকারি ভাবে অনুদান পেলে আরও বেকারত্ব দূর করা সম্ভব হবে বলে তিনি জানান। সেই সাথে প্রধানমুন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। সেই সাথে তিনি তার নিজের জন্য দোওয়া কামনা করেন।