ব্রেকিং নিউজ :
পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা কলম্বিয়ায় গেরিলাবিরোধী অভিযানে ১৮ সেনা অপহৃত ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে : সিইসি মালয়েশিয়ার সাবেক নাজিবের গৃহবন্দি হওয়ার আবেদন খারিজ নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা ১৩০ জন অপহৃত ক্যাথলিক শিক্ষার্থীকে মুক্ত করেছে নাইজেরিয়ার সরকার দেশে ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৬৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াল মাদ্রিদ থেকে ছাড়পত্র নিয়ে অন্য কোন ক্লাব খুঁজে না পাওয়ায় সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বেলজিয়ামের এ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। 
৩২ বছর বয়সী এ তারকা  ২০১৯ সালে চেলসি থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডে রিয়ালে আসার পর থেকে ইনজুরির সাথে লড়াই করেছেন। চার মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন মাত্র ৭৬ ম্যাচ। 
ইনস্টাগ্রামে  এ সম্পর্কে হ্যাজার্ড লিখেছেন, ‘তোমাকে অবশ্যই নিজের কথা শুনতে হবে। এই মুহূর্তে থামার বার্তা আমি পেয়েছি। ১৬ বছরে ৭০০রও বেশী ম্যাচ খেলেছি। এসব মুহূর্তগুলো আমি দারুন উপভোগ করেছি। পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকে এবার  অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
চেলসিতে অনেক ভাল সময় কাটিয়েছেন হ্যাজার্ড। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা, ইউরোপা লিগের দুই শিরোপা ছাড়াও ২০১২-২০১৯ সালের সময়ে এফ কাপ ও লিগও কাপও জয় করেছেন। 
২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম জাতীয় দলেরও নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। কোয়ার্টার ফাইনালে তার দল ব্রাজিলকে পরাজিত করেছিল। তবে সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়। যদিও গত বছর বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও হ্যাজার্ড মিলেও বেলজিয়ামকে গ্রুপ পর্বের বাঁধা পেরুতে সহযোগিতা করতে পারেননি।
লিলির হয়ে ফরাসি লিগ ওয়ান শিরোপাও জয় করেছেন হ্যাজার্ড। রিয়ালের জার্সিতে দুটি লা লিগার শিরোপা পর গত বছর বদলী বেঞ্চে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পদক গলায় ঝুলিয়েছেন। বিদায়ের এই মুহূর্তে তিনি কৃতজ্ঞতার সাথে সফলতার মুহূর্তগুরো স্মরণ করেছেন, ‘আমি আমার স্বপ্ন পূরন করতে পেরেছি। বিশ্বের অনেক মাঠে খেলার সৌভাগ্য আমার হয়েছে। পুরো ক্যারিয়ার জুড়ে অনেক বড় কোচদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কোচ ও সতীর্থদের আমি দারুন মিস করবো, সবাইকে অনেক ধন্যবাদ।’ 
ক্লাব ও বেলজিয়ান ফেডারেশনের পাশাপাশি হ্যাজার্ড বন্ধু, পরিবার ও পরামর্শকদের ধন্যবাদ জানিয়েছেন যারা নানা চড়াই-উতরাইয়ের সময় তার পাশে ছিলেন। 
তিনি আরো বলেন, ‘সবশেষে বিশাল একটি ধন্যবাদ আমার সমর্থকদের জন্য যারা আমাকে পুরো ক্যারিয়ার জুড়ে সমর্থন যুগিয়েছে, অনুসরন করেছে। তাদের উৎসাহে আমি সব জায়গায় খেলতে পেরেছি।’
সাবেক চেলসি সতীর্থ ফ্রাংক ল্যাম্পার্ড ও জন টেরি বিদায় বেলায় হ্যাজার্ডকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ল্যাম্পার্ড লিখেছেন, ‘কি প্রতিভা, কি ক্যারিয়ার। তার সাথে খেলাটা সত্যিই আনন্দের ছিল। সব দিক থেকেই সে শীর্ষে ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’
টেরি লিখেছেন, ‘লিজেন্ড। অবসরকে উপভোগ করো বন্ধু।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat