ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ২৩৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে গতকাল নিজেদের নবম ও শেষ ম্যাচে ৯৩ রানের জয় দিয়ে  বিশ^কাপ মিশন  শেষ করেছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে হতাশাজনক মিশন শেষে ইংল্যান্ড  অল-রাউন্ডার বেন স্টোকস স্বীকার করেছেন প্রতিপক্ষের ওপর কোনভাবেই চাপ সৃষ্টি করতে পারেনি তারা। 
১০ দলের বিশ^কাপে সপ্তম স্থানে থেকে শেষ পর্যন্ত বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তলানির দিক থেকে তিন দল নেদারল্যান্ড, শ্রীলংকা ও বাংলাদেশের উপরে থেকে দেশ ফিরছে ইংল্যান্ড। ৯ ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হলেও ছয়টিতে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে। এর মধ্যে আফগানিস্তানের কাছে প্রথমবারের মত ওয়ানডেতে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ইংলিশরা। 
শনিবার শেষ ম্যাচে ৮৪ রান করা স্টোকস স্কাই স্পোর্টসে বলেছেন, ‘সবাই হতাশ , এটাই স্বাভাবিক। আমরা যেভাবে খেলেছি তা কোনভাবেই মেনে নেয়া যায়না। কেউ যদি জানে কেন এটা হলো, কেন সবকিছু এভাবে এগিয়ে গেল তবে আমি বলবো সে একজন জিনিয়াস। ধারাবাহিক পারফরমেন্স করতে  আমরা ব্যর্থ হয়েছি।’
শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার একটি ক্ষীণ সম্ভাবনা ছিল। কিন্তু সেজন্য রান রেটে বাড়ানোর নিমিত্তে পাকিস্তানকে ২৮৭ রানের পরাজিত করতে হতো। কিন্তু ইংলিশ অধিনায়ক জস বাটলার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবার সাথে সাথে পাকিস্তানের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়। চার জয় ও পাঁচ পরাজয় নিয়ে বিশ^কাপ মিশন শেষ করেছে পাকিস্তান। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেটের পরাজয়টি ছিল পাকিস্তানের বিদায়ের টার্নিং পয়েন্ট, একথা স্বীকার করে অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমার পুরো দল ও খেলোয়াড়দের পারফরমেন্সে আমি দারুন হতাশ। আমরা নিজেদের সেরাটা দেবার চেষ্টা করেছি। কিন্তু দূর্ভাগ্যবশত: দুটি ম্যাচে হারাটা ছিল সত্যিই হতাশার। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে পুরো চিত্রই পাল্টে যেত। কিন্তু আমরা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে ভুল করেছি।’ 
শেষ দল হিসেবে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আগে থেকেই শেষ চার  নিশ্চিত করেছিল  ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ে ভারতের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। একদিন পর কলকাতায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat