ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ২৩৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) সূচক নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, ‘এপিএ’র কাজগুলো আমাদের যৌথ প্রকল্প, একাজগুলো সবাইকে একযোগে করতে হবে। আগের কাজগুলোর আউটপুট আমরা পেয়েছি, তাই আমাদের অবস্থান ধরে রাখতে সকলকে কাজ করতে হবে। আমরা এ বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, ধারণ করি। তাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
অধ্যাপক ফরিদ বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজগুলোর গুণগত মান ভালো রাখতে। এতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানি, সুন্দর ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা, ক্যাফেটেরিয়া নির্মাণ, ফুডকোর্ট নির্মাণসহ বিভিন্ন কর্মকা- পরিচালনা করা হচ্ছে।’
আগে খাবার নিয়ে আমাদের যে একটা সংকট ছিল তা এখন থাকবে না। এখন থেকে যা হবে সবকিছুই গুণগতমান ঠিক রেখে করা হবে। তাই অবকাঠামোগত উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নেওয়া হচ্ছে, সংশ্লিষ্ট বিভাগগুলোকে তদারকি কমিটিতে রাখা হচ্ছে, যাতে কাজের মান নিয়ে কোন প্রশ্ন না থাকে। এবং কাজগুলো সম্পাদন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান জানান।
এতে এপিএ’র ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর প্রধান ও হলের প্রভোস্টসহ এপিএর ফোকাল পয়েন্টগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদানকৃত এপিএ’র ৭০টি সূচকের মধ্যে ৩০টিকে বাছাই করে কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূচকগুলো নির্ধারণ শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে বিশ্ববিদ্যালয় সুত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat