ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:-  বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সুপারহিট নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লে তার জায়গায় খুব ভালোভাবেই জেঁকে বসেন মাহি। তবে নির্দিষ্ট কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে পর পর অভিনয় করেননি। বিভিন্ন নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাকে। হালের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে সাইমন, বাপ্পী, শুভ সবার বিপরীতেই পেয়েছেন সাফল্য। শুধু অভিনয়ের ক্ষেত্রেই সেরা নন মাহি, নিজেকে তিনি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা হিসেবে। অন্যান্য নায়িকাদের থেকে ছবির কাজ নিয়েও তার ব্যস্ততা সবচেয়ে বেশি। কাজ করে চলেছেন একের পর এক ছবিতে। কদিন আগেই মুক্তি পেয়েছে মাহি-বাপ্পী জুটির ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও যেটি চলছে প্রেক্ষাগৃহে। তবে এবার কিছু দিনের জন্য ছুটি নিচ্ছেন হালের সুপারহিট এই নায়িকা। সামনেই তার দেবরের বিয়ে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অনেক দায়িত্বই নাকি সামলাতে হবে তাকে। যার ফলে ঈদ পর্যন্ত কোনো ছবির শুটিং করবেন না বলে জানিয়েছেন নায়িকা। মাহির কথায়, ‘রোজার আগে অপুর (মাহির স্বামী) ভাইয়ের বিয়ে। বিয়ে নিয়ে আমাকেই ব্যস্ত থাকতে হবে। দেড় মাস কোনো কাজ করব না। ঈদের পর আবার নতুন উদ্যেমে কাজ শুরু করব।’ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি ও সাইমন সাদিক অভিনীত ‘জান্নাত’ ছবিটি। এছাড়া চলছে ডিএ তায়েবের বিপরীতে ‘অন্ধকার’ ছবির শুটিং। সম্প্রতি ‘ও মাই লাভ’ নামের নতুন একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। যেটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ। নায়িকা ঠিক হলেও এ ছবির নায়ক এখনও ঠিক হয়নি। আগামী জুলাইয়ের শেষের দিকে ‘ও মাই লাভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat