ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৩৪৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের খেজমতপুরে কুড়িগ্রাম থেকে কুষ্টিয়াগামী পুলিশ ও আসামী ভর্তি মাইক্রোবাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৮জন পুলিশ ও ৩জন আসামীসহ ১১জন আহত হয়েছে। 
আহতদের সকলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
আজ বুধবার সকাল ৬ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইনস্পেক্টর সোলায়মান শেখ জানান, আজ সকালে মহাসড়কের খেজমতপুরে বগুড়া থেকে ছেড়ে আসা এ এইচ খাঁন এন্ড কো কোম্পানির বৃটিশ-আমেরিকা টোবাকো কোম্পানির মালামাল ভর্তি কাভার্ড ভ্যানের সাথে উল্টো দিক কুড়িগ্রাম থেকে হত্যা মামলার ৩জন আসামী নিয়ে কুষ্টিয়াগামী ডিবি পুলিশের ৮জন সদস্যসহ ১১জন ডিবি পুলিশের ভাড়াকৃত মাইক্রোবাসের সংঘর্ষ হয়। 
এতে মাইক্রো’র সম্মুখ ও মধ্যভাগ দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি সড়কের মধ্যভাগের ডিভাইডারের উপরে উঠে পড়ে। 
খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্য বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গুরুতর আহত কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই আব্দুল আলিম, এসআই সুলতান আহম্মেদ, এএসআই সিরাজুল, এএসআই মিন্টু, কনস্টোবল শাওন, সুমন, মেহেদি, জামিরুলসহ কুড়িগ্রাম থেকে ধৃত হত্যা মামলার আসামী শিপন (৪০), জিয়ারুল হক ওরফে হৃদয় (৩৫) ও বিপ্লব (২৫) কে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। 
এদের মধ্য এসআই আব্দুল আলিম, ধৃত আসামী শিপন ও হৃদয়ের অবস্থা আশংকাজনক। আহত সকলে গুরুতর জখমপ্রাপ্ত হওয়ায় পরে সকলকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি বড়দরগাহ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ইতোমধ্য রওয়া হয়েছেন।  তারা এসে ঘটনাস্থল ও আহতের সাথে সাক্ষাতের পর মামলা রুজু করা হবে বলে জানা গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat