সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড: দেওয়ান মাহমুদ হুমায়ুন কবীর এর কার্যালয়ে শপথ গ্রহন করেন।
বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় তারা নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
তার আগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান করে।
দায়িত্বভার গ্রহনের সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক,
উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল হক সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সচেতন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।