ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ৪৩৫৪৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভোলা, শেরপুর ও ঝিনাইদহ জেলায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণ করা হচ্ছে।
ভোলা সংবাদদাতা জানান- জেলায় ৯৭ হাজার ৭৮০টি অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেকের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় এসব চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে চাল বিতরণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন  বলেন, জেলায় মোট চাল বরাদ্দকৃত পরিবারের মধ্যে ৭ উপজেলার ৬৯টি ইউনিয়নে ৭৬ হাজার ২১৫ টি পরিবার রয়েছে। এছাড়া পাঁচটি পৌরসভায় চাল পাচ্ছে ২১ হাজার ৫৬৫ টি পরিবার।
শেরপুর সংবাদদাতা জানান- জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭ টি, ধানশাইলে ১ হাজার ৬৮৮টি, নলকুড়ায় ২ হাজার ১৯৩টি, গৌরিপুরে ১ হাজার ২৩০টি, ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫টি, হাতিবান্দায় ৯২৯, মালিঝিকান্দায় ১ হাজার ৯৬৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবর্নিবাচিত ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন প্রমুখ।
ঝিনাইদহ সংবাদদাতা জানান- বৃহস্পতিবার দিনব্যাপী জেলা সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ১৪ গ্রামের ১ হাজার ৫৫৪ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিপটন, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat