ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ২৩৪৩৪৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বছরের পুরোটা সময় ব্যক্তিজীবন নিয়ে নেতিবাচক আলোচনা আর একাধিক কাজের খবরে ছিলেন চিত্রনায়িকা বুবলী। কাজগুলো ঘিরে বেশ কৌতূহলও রয়েছে দর্শকদের। সেই তালিকায় থাকা ‘রিভেঞ্জ’ সিনেমাটি নিয়ে এই ঈদে প্রেক্ষাগৃহে আসছেন তিনি। শাকিবের তুফান-ঝড় নিজের অ্যাকশন দিয়ে রোধ করবেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এছাড়াও সিনেমাটিতে দেখা যাবে নির্মাতা কাজী হায়াতসহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকাকে। অনেকেই প্রাক্তন স্বামী-স্ত্রীর মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে আছেন। শুধু এই ঈদেই নয়, বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ঈদে নতুন সিনেমা উপহার দিচ্ছেন এই নায়িকা। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর অনেকেই ভেবেছিলেন হয়তো হারিয়ে যাবেন তিনি। তবে সেই শঙ্কা দূর করে একাধিক নায়কের সঙ্গে নিয়মিত কাজ করছেন বুবলী। দর্শকদের প্রশংসাও কুড়াচ্ছেন। রিভেঞ্জ সিনেমাটিও মুক্তির পর সেই পথেই হাঁটতে পারে বলে মনে করছেন অনেকে। সিনেমাটি নিয়ে দারুণ আশার কথা শোনাচ্ছে বুবলী, কাজী হায়াত্, রোশানরা। জানা গেছে, মোহাম্মাদ ইকবাল পরিচালিত এই সিনেমায় অ্যাকশন অবতারে ধরা দিবেন বুবলী। সিনেমাটিতে অ্যাকশনের পাশাপাশি বিনোদনের সকল রসদ থাকছে বলে জানা গেছে।
এই সিনেমাটি ছাড়াও  ঈদে একাধিক সিনেমা নিয়ে ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করবেন বুবলী। অন্যদিকে এবারের ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির খবরে নেই চিত্রনায়ক নিরব হোসেন। শুধু এই ঈদেই নয়, অনেকদিন ধরেই নতুন সিনেমার খবরে থাকছেন না। তবে নিজের ভক্তদের একেবারেই হতাশ করছেন না তিনি। বড়পর্দায় না থাকলেও ছোটপর্দায় দেখা মিলবে তার। নিরব-বুবলীর ‘ক্যাসিনো’ সিনেমাটি প্রচারিত হবে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায়। জানা গেছে, ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার হবে। উল্লেখ্য, গত বছর ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটি। ২০১৯ সালে বাংলাদেশে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান ও অর্থ পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে গোয়েন্দা সংস্থার এক সদস্য ‘নেওয়াজ’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির এবং চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat