ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ২৩৩৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার এবার প্রায় সহস্রাধিক মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে এসব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন মন্দিরগুলোর মন্ডপে প্রতিমার তৈরীর কাজ শেষ হয়েছে। দেবীর প্রতিমা ফুঁটিয়ে তুলতে দিনরাত কাজ করছেন শিল্পীরা। শিল্পীরা এখন দারুন ব্যস্ত সময় পার করছেন। ৬/৮ জনের একটি প্রতিমা শিল্পী দল ৫ থেকে ১০টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ পেয়েছেন। কিছু মন্দিরে মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমার সৌন্দর্যবর্ধণ করা হচ্ছে। মন্দিরের সাজসজ্জা, আলোকসজ্জা ও পূজা নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে করা হচ্ছে বৈঠক। সেখানে প্রণয়ন করা হচ্ছে পূজার সম্ভাব্য বাজেট।
প্রতিমা শিল্পী রাজিব সেন বলেন, আমি আমার দলের ৭ সদস্যকে নিয়ে গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোডে যুব সংঘের মন্দিরের প্রতিমা তৈরী করছি। এ বছর সব মিলিয়ে ৬টি মন্দিরে মূর্তি তৈরীর কাজ পেয়েছি।
গোপালগঞ্জ বাজার সার্বজনীন কালি মন্দিরের পূরোহিত দিপংকর চক্রবর্তী বলেন, বিশুদ্ধ পঞ্জিকা মতে আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে।  ৯ অক্টোবর দেবীর বোধন ও ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে চারদিনের শারদীয়া দুর্গাপূজা শুরু হবে। ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।  ১২ অক্টোবর একই দিনে নবমী ও  দশমী পূজা অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর বিসর্জনের মধ্যদিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবছর দেবীর আগম হবে দোলায়। আর ঘোটকে গমন করবেন দেবী।
পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পদক সঞ্জয় সিকদার  বলেন, গতবছর এ জেলায় সহস্রাধিক মন্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এবছরও প্রায় সহস্রাধিক মন্ডপে শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতি চলছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ৫টি উপজেলার মন্ডপের সংখ্যা জানা যায়নি।
আগামী ৭ দিনের মধ্যে সব তালিকা তৈরী হবে। তারপর প্রকৃত মন্ডপের সংখ্যা জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat