ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৫৪৪৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে আলোচনা হয়।
বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টসহ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বড় প্রকল্পের পরিবর্তে ছোটো ছোটো প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বাংলাদেশের সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইস প্রথমেই উপদেষ্টা ফাওজুল কবির খানকে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
এসময় মার্টিন রাইস বিদ্যুৎ ও জ্বালানি  খাতে উপদেষ্টার গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কম মূল্যে জ্বালানি ক্রয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat