ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ২৩৫৪৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা শুক্রবার বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ‘আর্থিক ভারসাম্যের পদক্ষেপ কঠিন চ্যালেঞ্জের’ সম্মুখীন হচ্ছে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতির হ্রাসের মুখে সুদের হার কমানো শুরু করায় কেন্দ্রীয় ব্যাংকগুলো এ সমস্যায় পড়েছে।
আটলান্টিকের উভয় পাশের কেন্দ্রীয় ব্যাংকগুলো চলতি বছর সুদের হার কমিয়েছে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পদাঙ্ক অনুসরণ করে ইউএস ফেডারেল রিজার্ভ চাহিদা বাড়ানোর জন্য এই সপ্তাহের শুরুতে তার মূল ঋণের সুদের হার অর্ধ শতাংশ পয়েন্ট কমিয়েছে।
আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ওয়াশিংটনে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথে একটি অনুষ্ঠানে বলেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলো এটি করার সাথে সাথে তাদের অবশ্যই সাবধানে পদক্ষেপ নিতে হবে।
জর্জিয়েভা বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি ভারসাম্যমূলক কঠিন পদক্ষেপের সম্মুখীন হচ্ছে। অত্যধিক কঠোর নীতির ঝুঁকি এড়ানোর সময় তাদের অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত করতে হবে যে, মূল্যস্ফীতি টেকসই লক্ষ্যে ফিরে আসবে ও তা সেখানেই থাকবে।’
তিনি আরো বলেন, ‘যদিও আমরা যেমনটি চেয়েছিলাম, তার চেয়েও স্পষ্টত দুর্বলতা রয়েছে। এদিকে অর্থনৈতিক কর্মকা- উল্লেখযোগ্যভাবে জোরালো হয়েছে।’
জর্জিয়েভা বলেন, ‘যখন মুদ্রাস্ফীতি হ্রাস পাচ্ছে ও সুদের হার কমছে, তখন আর মন্দার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসিবি চলতি বছর দুবার সুদের হার কমিয়েছে। কিন্তু মাত্র একবার সুদের হার হ্রাস করেই বৃহস্পতিবার ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার অপরিবর্তিত রেখেছে। কারণ ইতোমধ্যেই যুক্তরাজ্য তার মুদ্রাস্ফীতির লক্ষ্যকে অতিক্রম করে ফেলেছে।
লাগার্ড শুক্রবার বলেন, ইসিবি’র ‘নির্ধারিত নীতিমূলক পদক্ষেপগুলো সফলভাবে মুদ্রাস্ফীতির প্রত্যাশাগুলো পূরণ করেছে। মুদ্রাস্ফীতি আগামী বছরের মাঝামাঝি সময়ে তার দুই শতাংশ লক্ষ্যে পৌঁছানোর পথে রয়েছে।’
তবে তিনি আরো বলেন,‘অনিশ্চয়তা কী চলে গেছে? না, যায়নি। এখনো অনেক কিছু আছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat