ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ৩৪৫৩৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেটফ্লিক্সের আলোচিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ অনুষ্ঠানের একটি পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘একলা চলো রে’ নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এ নিয়ে একটি দীর্ঘ ফেসবুক পোস্ট দেন শ্রীজাত, এরপর প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের অনেক শিল্পী, কলাকুশলী। অন্তর্জালে এ নিয়ে তীব্র প্রতিবাদের মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক। ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘দো পাত্তি’র প্রচার উপলক্ষে কপিলের শোতে এসেছিলেন কাজল ও কৃতি শ্যানন। শ্রীজাতের অভিযোগ সেই পর্বকে ঘিরেই। কী এমন হয়েছিল সেই পর্বটিতে? শ্রীজাত লিখেছেন, ‘কৃষ্ণ অভিষেক সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভূত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মশকরার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে। যে বা যারা ওই কৌতুক-দৃশ্য রচনায়, উপস্থাপনায়, অনুমোদনে ও সম্প্রচারে জড়িত থাকলেন, তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ জানালাম। স্পষ্টভাষায়, দ্ব্যর্থ উচ্চারণে।’
পরে এই ঘটনায় সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন শ্রীজাত, না হলে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানান। এরপর টাইমস অব ইন্ডিয়া কথা বলে কৃষ্ণর সঙ্গে। অনুষ্ঠানের জন্য তিনি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
সেখান থেকে তিনি বলেন, ‘আমি বা আমার দলের কোনো সদস্যর কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। আমরা শুধু বিনোদনের জন্য পারফর্ম করি এবং কাউকে আঘাত করার জন্য নয়। আমি সৃজনশীল দলের সঙ্গে কথা বলব এবং দেখব কী করা যায়।’
কৃষ্ণ প্রতিক্রিয়া দেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীজাত। আরেকটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কাউকে আঘাত করা নয়, কেবল বিনোদনই ছিল তার উদ্দেশ্য। আমার অভিযোগের উত্তরে জানালেন কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক। এ-বিষয়ে অনুষ্ঠানটির নেপথ্যে থাকা ক্রিয়েটিভ টিমের সঙ্গেও কথা বলবেন তিনি। এক দিনের অবকাশে এটাও আমার কাছে অনেকখানি।’ তবে পুরো ঘটনা নিয়ে কপিল শর্মা বা নেটফ্লিক্স কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat