ব্রেকিং নিউজ :
সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতে সকল বাহিনী কাজ করবে, নিঃসঙ্কোচে ভোটাধিকার প্রয়োগ করুন : সিইসি সুপ্রীম কোর্ট আর্থিকভাবে স্বাধীন ও বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হলো : আইন উপদেষ্টা গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র গৃহীত অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করা হবে : প্রেস সচিব আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৪৩৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ পরীক্ষামূলক ট্রেনটি আজ দুপুর ১টা ১০ মিনিটে খুলনায় পৌঁছার মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর প্রস্তুতি এক ধাপ এগিয়ে গেছে।  

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী  বলেন, ‘প্রতি ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে  তৃতীয় ও শেষ পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে খুলনা পৌঁছেছে।

ট্রেনটি ১২টি কোচ নিয়ে সকাল ৯ টা ১০ মিনিটে কমলাপুর থেকে যাত্রা শুরু করে দুপুর ১টা ১০ মিনিটে খুলনায় পৌঁছে উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসে এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী, মহাপরিচালক সরদার শাহাদাত আলী, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরীক্ষামূলক যাত্রায় ছিলেন।

তিনটি পরীক্ষামূলক যাত্রা শেষ হয়েছে জানিয়ে  রেল সচিব সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করছেন।

এই প্রকল্পের আওতায় সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাক নির্মাণ করেছে। রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করার ব্যবস্থা রয়েছে।

গত বছরের অক্টোবরে এই লাইনে ঢাকা-ভাঙ্গা সেকশন চালু হয় এবং প্রতিদিন এই লাইনে ৫ টি ট্রেন চলাচল করছে।

রেললাইন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমে যাবে, যা যাত্রার সময় অর্ধেক নামিয়ে আনবে। এখন যমুনা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা।

দেশের বৃহত্তম দুটি সমুদ্র বন্দর-চট্টগ্রাম ও মংলাকে সরাসরি সংযুক্ত করবে ঢাকা-খুলনা ট্রেন লাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat