ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২৩৪৩২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩১ রানে শেষ ৮ উইকেট পতনে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক জিম্বাবুয়ে। 

গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে জিম্বাবুয়ে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। 

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইর ইউসুফ ১৬ রানে আউট হন। 

এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে ৩১ বলে ৩৯ এবং অধিনায়ক সালমান আঘার সাথে ২৮ বলে ৩৪ রানের জুটি গড়েন উসমান খান। 

সাইম ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২৪ এবং ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৯ রান করে আউট হন উসমান। ১৯ বলে ১৩ রানে থামেন সালমান। এতে ১৫তম ওভারে ১শ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। 

পঞ্চম উইকেটে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে ৩৪ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তায়েব তাহির ও ইরফান খান। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৪টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৩৯ রান করেন তাহির। ৩টি বাউন্ডারিতে ১৫ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ইরফান। জিম্বাবুয়ের চার বোলার ১টি করে উইকেট নেন। 

১৬৬ রানের জবাবে ১৮ রানে ২ উইকেট পতনের পর জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান ওপেনার তাদিওয়ানশে মারুমানি ও অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে ৫৯ রানের জুটিতে জিম্বাবুয়ের স্কোর ৮.১ ওভারে ২ উইকেটে ৭৭ রানে নিয়ে যান মারুমানি ও রাজা। 

কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে মারুমানি রান আউট হবার পর ব্যাটিং ধসে তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ে। ৩১ রানে শেষ ৮ উইকেট পতনে ১৫.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৭ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। 

দলের পক্ষে ২৮ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন রাজা। মারুমানির ব্যাট থেকে ৪টি চার ও ১টি ছক্কায় আসে ২০ বলে ৩৩ রান।

বল হাতে পাকিস্তানের আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন তাহির। 

আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat