৫০ কোটি টাকার অবৈধ লেনদেনের খবরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুপুর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই অভিযান চালান দুদক সিলেটের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন।
অভিযানে বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষের আলমারি থেকে হাবিবা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের স্বাক্ষরযুক্ত ব্লাঙ্ক ব্যাংক চেকের পাতা, একাধিক মোবাইল ফোন ও হকিস্টিক পায় দুদক।
দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, জব্দকৃত আলামত কমিশনের কাছে পাঠিয়ে পরামর্শ চাওয়া হয়েছে। দিকনির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, অভিযোগ রয়েছে টাকা না দিলে হকিস্টিক দিয়ে নির্যাতন করতো এখানকার মোটরযান পরিদর্শক। আমরা সেই মোটরযান পরিদর্শকের কক্ষ থেকে হকিস্টিক পেয়েছি।