জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন স্মার্টফোন আনছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি।
চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে ‘সিসি’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আগামী ২ জুলাই চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের কোম্পানিটি এক অনুষ্ঠানে ফোন দুটি প্রকাশ করবে। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই ফোন দুটি তৈরি করেছে কোম্পানিটি।
ইতিমধ্যেই ইন্টারনেটে এই ফোনের ছবি আর স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আকর্ষণীয় করতে এই দুই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা আর ডিসপ্লের নিচে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোনে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শাওমি সিসি ৯-এর দাম শুরু হচ্ছে ২,৫৯৯ ইউয়ান থেকে (প্রায় ২৬ হাজার ২০০ টাকা) থেকে। শাওমি সিসি ৯ই-এর দাম শুরু হচ্ছে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৬ হাজার ১০০ টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুটি স্মার্টফোন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117