ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আইআরআই’র আশাবাদ বাংলাদেশে শোভন কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ জোরদারে কাজ করবে আইএলও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও অপকর্মে জড়িতদের প্রশাসনে রাখা যাবে না : রিজভী শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে গঠনমূলক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার : বিশ্বব্যাংক মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা গাজা চুক্তি বাস্তবায়নে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইসরাইলে অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি
  • প্রকাশিত : ২০১৮-০৫-১০
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরে উদ্ধার ৮ জেব্রা বঙ্গবন্ধু সাফারি পার্কে
নিজস্ব প্রতিনিধি:-  যশোরের শার্শায় একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া ৯টি জেব্রার মধ্যে জীবিত উদ্ধার হওয়া ৮টি জেব্রা গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাকে করে বিশেষ কায়দার বাক্সবন্দি জেব্রাগুলো সাফারী পার্কে আনা হয়। সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিছুর রহমান জানান, গত বছরের মে থেকে এ বছরের মার্চে জন্ম নেয়া তিনটি শাবকসহ সাফারিপার্কে ১৪টি জেব্রা রয়েছে। নতুন ৮টি জেব্রাসহ বর্তমানে পার্কে জেব্রা পরিবারের সদস্য সংখ্যা হলো ২২টিতে। সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন মো. নিজাম উদ্দিন জানান, ৮টি জেব্রাই শারীরিকভাবে দূর্বল। তাদের মধ্যে একটি অসুস্থ। জেব্রাগুলোর দ্রুত চিকিৎসা দেয়া দরকার। এদের মধ্যে একটি পুরুষ ও ৭টি মাদি। এর আগে পার্কে থাকা ১৪টি জেব্রার মধ্যে ৭টি হলো পুরুষ ও ৭টি মাদি। বন্যপ্রাণী ও ব্যবস্থাপনা বিভাগের খুলনা অঞ্চলের ফরেস্টার মোশারফ হোসেনের কাছ থেকে ৮টি জীবিত জেব্রা বুঝে নেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, উদ্ধার হওয়া ৮টি জেব্রা বুঝে নিয়েছি। জেব্রাগুলোর বাজার মূল্য প্রায় ৮০লাখ টাকা। এগুলোর বয়স আনুমানি ৫ থেকে ৭বছর। আপাতত এ জেব্রাগুলোকে মুল বেষ্টনীতে রাখা হবে। বিভিন্ন প্রকার স্বাস্থ্য পরীক্ষার তাদের মূল বেষ্টনীতে নেয়া হবে। তিন সপ্তাহ পর এদের দর্শনাথীদের জন্য মূল বেষ্টনীতে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat