কানাডার আলবার্টা প্রদেশে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের অটোয়া কার্যালয় নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান, সত্যায়ন, জন্মনিবন্ধনসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে। বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টনের আমন্ত্রণে গত ২৮ ও ২৯ জুন দুদিনব্যাপী ওই ভ্রাম্যমাণ কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়।
কানাডার বাংলাদেশ হাইকমিশনের অনেক সেবা সাধারণত ডাকযোগে প্রদান করা সম্ভব হয় না। যেমন—এমআরপি জন্য আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্টের জন্য দেশটির পশ্চিমাঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘপথ পাড়ি দিয়ে অটোয়া যেতে হয়। যদিও আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টন এবং এর আশপাশের শহরগুলোতে প্রায় ২০ হাজার বাংলাদেশি বসবাস করেন। এই প্রদেশ থেকে অটোয়ার দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার। কর্মরত বাংলাদেশিদের জন্য অনেক সময় এটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই স্থানীয় জনগোষ্ঠীর কাছে হাইকমিশনের সেবা পৌঁছে দিতেই বাংলাদশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টন এই উদ্যোগ গ্রহণ করে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117