রাজধানীর মোহাম্মদপুর বৈশাখী রোডে সন্ত্রাসীর গুলিতে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। এ ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-উর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদপুর থানার (ওসি-অপারেশন) দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। তখন ওই বাসায় থাকা সন্ত্রাসী ও মাদক বিক্রেতা ইব্রাহিমের নেতৃত্বে চারজন অবস্থান করছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে পুলিশ কর্মকর্তা এএসআই মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হন। পরে আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ইব্রাহিমও গুলিবিদ্ধ হয়। তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117