জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলসীগঙ্গা নদী খনন করার সময় একটি কালো মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এই মূর্তি জমা দেয়া হয়েছে।
আজ পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলসীঙ্গা নদীতে খনন কাজ চলছে। তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে মূর্তিটি পাওয়া যায়। মূর্তিটি মূল্যবান ও দুর্লভ কষ্টিপাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন অনুমান ১১০ কেজি।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া মূর্তি টি ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে। ঐতিহাসিক পাহাড়পুরে প্রতœতত্ত্ব অধিদফতরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117