আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাবেক অধিনায়ক মাশরাফিকে ছাড়া খেলতে দেখা যাবে টাইগারদের। কারন তরুনদের সুযোগ দিতে মাশরাফিকে বিবেচনা করেননি জাতীয় দলের নির্বাচকরা।
দলের সাথে না থাকলেও, বাংলাদেশের জন্য শুভ কামনা জানাতে ভুলে যাননি মাশরাফি। আজ ওয়ানডে সিরিজের আগে দলকে উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন মাশরাফি।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা।
তামিম ইকবাল খানের জন্য রইলো স্পেশাল ভালোবাসা ও দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে, এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই- (বাংলাদেশ)।’
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব থেকে সড়ে দাড়ান ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডে ফরম্যাটে খেলার যাবার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। কিন্তু ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের সুযোগ করে দিতে এবারের সিরিজে মাশরাফিকে দলে নেয়নি বাংলাদেশ দল।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117