ভোলা জেলার সদর উপজেলায় আজ হিমালয়ী গৃফন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ইলিশা ইউনিয়নের বটতলা এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।
প্রাপ্তবয়স্ক এ শকুনটির ওজন ৭ থেকে ৮ কেজি। লম্বায় প্রায় ২৫ ইঞ্চি। এর একেকটি ডানার দৈর্ঘ্য ১৫ থেকে ১৬ ইঞ্চি।বনবিভাগের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এই প্রজাতির শকুন সাধারণত হিমালয় পার্বত্য এলাকায় বসবাস করে। ধারণা করা হচ্ছে, প্রচ- শীতের কারণে হিমালয় অঞ্চল থেকে শকুনটি খাবারের সন্ধানে দক্ষিনে বাংলাদেশে এসেছে। পাখিটি বেশ দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মজিদ মেম্বারের বাড়ির উঠানে একটি গাছ থেকে পাখিটি পড়ে যায়।এসময় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বন বিভাগকে জানায়। পরে, বন বিভাগের একটিদল শকুনটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হেফাজতে নেয়।
ভোলায় বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, শকুনটি সুস্থ হলে সেটিকে সংরক্ষিত গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117