আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।
প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের পক্ষে লংগার ভার্সনে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষস্থান নিয়ে লড়াই করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিতলেন মুশফিক।
এ ম্যাচের আগে ৭০ টেস্টে মুশফিকের রান ছিলো ৪৪১৩। ৬০ টেস্টে তামিমের রান ৪৪০৫। ফলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিক। তামিমের সাথে মুশফিকের রানের ব্যবধান ছিলো ৮।
তবে আজ বাংলাদেশের ইনিংস শুরুর পর মুশফিককে টপকে যান তামিম। ইনিংসে শেষ পর্যন্ত ৯ রানে থামেন তিনি। এতে তামিমের রান দাঁড়ায় ৪৪১৪। তখন মুশফিকের চেয়ে ১ রানে এগিয়ে ছিলেন তামিম।
বাংলাদেশ ইনিংসের ৫১তম ওভারে ব্যাট করতে নামের মুশফিক। ৫৪তম ওভারের প্রথম বলে তামিমকে টপকে আবারো শীর্ষস্থান দখলে নেন মুশি। প্রথম দিনই ৩৮ রানে ফিরেছেন তিনি। এতে টেস্টে মুশফিকের রান এখন ৪৪৫১। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117