জয়পুরহাট জেলায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেন্সিডিল, গাঁজা, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, মদসহ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ২০ বিজিবি’র অধীন পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপিসহ অন্যান্য বিওপির সদস্যরা সীমান্ত এলাকার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ফেন্সিডিল ৬০২ বোতল, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ৭০ হাজার পিচ, গাঁজা চারকেজি, সাতবোতল মদসহ অন্যান্য সামগ্রী।
এ সময় চোরাচালানী পন্যসহ দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন- আনোয়ার হোসেন (১৯) ও মীর শহিদ (৩০)।
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117