গাজীপুর জেলার সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অন্যজনের পরনে জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ওই দুই কিশোর কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছর হবে।
কোনাবাড়ী থানার এসআই শওকত ইমরান জানান, সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই দুই শিশু খেলা করছিল। সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুই শিশু। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117