দেশে সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা-সংঘাত ও হানাহানির ফলে প্রাণহানির ঘটনার শান্তিপূর্ণ অবসান ঘটানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের।
আজ এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে আরো বলেন, অনতিবিলম্বে চলমান বিরোধ ও সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
বিবৃতিতে তিনি সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, গত কয়েক দিনের বিক্ষোভে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে গেছে। সরকারের সাথে যদি কোনো মহলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, তার মীমাংসা রক্তাক্ত পথে হতে পারে না। এটা অনভিপ্রেত, অনাক্সিক্ষত এবং নিন্দনীয়। দমন-পীড়নে সংকট আরো ঘণিভূত হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনের মধ্যে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তা দ্রুত অবসান ঘটাতে হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117