জার্মান মিডফিল্ডার লিন্ডা ডালশানের দুই গোলে রোববার এইন্ট্রাখট ফ্রাংকফুর্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নারী বুন্দেসলিগার শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ।
লরা স্টোরজেলের আত্মঘাতি গোলের পর শেষ মিনিটে লি স্কুলারের গোলে বায়ার্ন ৬১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে। ৩৪ বছর বয়সী তারকা সেন্ট্রাল মিডফিল্ডার সিমোনে লডারের অবসরের আগে এটাই ছিল বায়ার্নের জার্সি গায়ে শেষ ম্যাচ।
উল্ফসবার্গকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে বায়ার্ন শিরোপা ঘরে তুলেছে। শেষ ম্যাচে ওয়ার্ডার ব্রেমেনকে ৮-০ গোলে বিধ্বস্ত করেও চার বছরের জার্মান চ্যাম্পিয়নশীপ ধরে রাখতে পারেনি উল্ফসবার্গ।
১২ দলের এই বুন্দেসলিগা মৌসুমে বায়ার্ন এবার কেবলমাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। এপ্রিলে ১৭তম রাউন্ডে ঘরের মাঠে তারা হফেনহেইমের কাছে পরাজিত হয়। এরপর গত মাসে ২০তম রাউন্ডে উল্ফসবার্গের সাথে ১-১ গোলে ড্র করে। এছাড়া ২২ ম্যাচের ২০টিতেই তারা জয়ী হয়েছে। অন্যদিকে উল্ফসবার্গ হারিয়েছে তিন পয়েন্ট।
২০১২ সালের পর থেকে জার্মান নারী ফুটবলে এই দুই ক্লাবই আধিপত্য দেখিয়ে আসছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117