ময়মনসিংহ জেলা সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছে। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোণার মোহনগঞ্জের গজধার গ্রামের করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও সুনামগঞ্জের ধরমপাশার আব্দুল আজিজের ছেলে বাবুল মিয়া।
ময়মনসিংহ কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ওই সড়কে সিএনজি চালিত অটো রিকশাটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ যাচ্ছিল। আর ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিল বাসটি। ময়মনসিংহ সদরের রশিদপুর এলাকায় আসতেই সিএনজিটি একটি অটো রিকশাকে ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হয়। এসময় আরও চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117