ভোলা জেলার লালমোহন উপজেলায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও মাওলানাদের নিয়ে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রত্যেকের মাঝে মাস্ক, পিপিই, ফেইস শিল্ড ও নগদ এক হাজার করে টাকা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (২০জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন নিজ উদ্যোগে এসব বিতরণ করেন।
এখানে এমপি শাওন বলেন, করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কোরবানী করে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিবশে দুষিত হয় এমন কিছু করা যাবেনা। এটা রক্ষার দায়িত্ব পালনে ইমাম-মুয়াজ্জিনগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলার ৫’শ ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117