ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে মহামারী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা শনিবার চার কোটি অতিক্রম করেছে। খবর এএফপি’র।
গ্রিনিচ মান সময় ০২০০ টা পর্যন্ত সরকারি উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চলের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট চার কোটি ৭৩ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে।
মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৩৩৫ জনে।
উচ্চ মাত্রার সংক্রামক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এ সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। এদিকে এ পর্যন্ত বিশ্বে মোট ১৯ কোটি ২৯ লাখ ৪২ হাজার ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪১ লাখ ৪৩ হাজার ৬৮৭ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117