আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতীয শোক দিবসের কর্মসূচি শুরূ হয়েছে। দিবসটি পালনে আজ রোববার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা বাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, জেলা ও দায়রা জজ আব্দুস সালাম, জেলা আওয়ামী, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, জেলা পরিষদ, মেহেরপুর পৌরসভা, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জেলা আইনজীবী সমিতি, জেলা রেজিস্ট্রার অফিস, মেহেরপুর সরকারি কলেজ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117