বগুড়া জেলার রংপুর-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে জোপগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। এ সময় অটোরিকশার আরো ৪ যাত্রী আহত হয়। তারা বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
উপশহর ফাঁড়ি পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে শহরের চারমাথার দিকে যাওয়ার পথে রংপুর গামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দিলে চালকসহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করা হয়। গুরুতর আহতদের একজনকে শহীদ শজিমেক হাসপাতলে ও অপরজনকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৃথক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আনোয়ারা ও হামিদুনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117