সরকার কোভিড-১৯ ভাইরাস নিয়ন্ত্রনে সরকারি প্রচেষ্টা আরও জোরদার করতে জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড থেকে প্রায় ১১ কোটি অটো ডিস্যাবল (এডি) সিরিঞ্জ এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বেশি পরিমানে ক্রয়ের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৬তম ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী কামাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধিন ওষুধ প্রশাসনের মহাপরিচালক এই সিরিঞ্জগুলো ক্রয় করবে।
তিনি জানান, জেএমআই একটি সুপরিচিত কোম্পানি এবং এই প্রস্তাবের অধিন শুধু তাদের কাছ থেকেই সিরিঞ্জ ক্রয় করা হবে।
অর্থমন্ত্রী আরও জানান, এই একই বৈঠকে জরুরী ভিত্তিতে সরবরাহের জন্য জি টু জি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন এইচএফও ক্রয়ের আপর একটি প্রস্তাবও বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117