সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন নন-কভিড সংক্রমণ জনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক মুখপাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা জানান। ক্লিনটনের চিকিৎসক বলেছেন এটি রক্তজনিত সংক্রমণ।
এ্যাঙ্গুয়েল ইউরেনা এক টুইটে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লিনটনকে (৭৫) দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরভিন হসপিটালে ভর্তি করা হয়েছে।বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন, ক্লিনটনের নন-কভিড সংক্রমণ রয়েছে। তিনি সুস্থ রয়েছেন এবং তিনি ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইরভিন মেডিকেল সেন্টার ক্লিনটনকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে।১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন।২০০৪ সালে ৫৪ বছর বয়সে হৃদরোগের কারণে ক্লিনটনের বাইপাস অপারেশন হয়। হার্টের সমস্যার কারণে ২০১০ সালে আবারো তার সার্জারি করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117