দুই ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।
আজ সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়েও গেল শ্রীলংকা।
প্রথম ম্যাচ ৪২ রানে ও দ্বিতীয়টি ১ রানে হেরেছিলো বাংলাদেশ।
ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর দাড় করাতে পারেনি তারা। ৪৯ দশমিক ৩ ওভারে ১৮৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। নয় নম্বরে নামা আশিকুর জামান অপরাজিত ৫৪ রান করেন। এছাড়া আহসান হাবিব ৩৩ ও নাইমুর রহমান ২৭ রান করেন।
জবাবে ২০ বাকী রেখে বাংলাদেশের টার্গেট স্পর্শ করে শ্রীলংকা। দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিন নম্বরে নামা শিভন ড্যানিয়েল। ১১৭ বলে অপরাজিত ৮৫ রান করেন তিনি। বাংলাদেশের মুশফিক হাসান ৩টি উইকেট নেন।
এই ভেন্যুতেই সিরিজের বাকী দুই ম্যাচ ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117