নাটোর জেলায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন উপলক্ষে আজ বুধবার এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রওশন আরা বেগম জানান, ‘পরিবার পরিকল্পনা , মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্য বিয়ে ও অনাকাংখিত গর্ভধারণ রোধ করি’ প্রতিপাদ্য নিয়ে ১৮ থেকে ২৩ ডিসেম্বর জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করতে ঐ সপ্তাহে ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন ক্যাম্প আয়োজন করে বাল্যবিয়ে রোধে অভিভাবকদের এবং অনাকাংখিত গর্ভধারণ রোধ করে নিরাপদ গর্ভধারণ ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে পরামর্শ প্রদান ও উদ্বুদ্ধ কার্যক্রম পরিচালনা করা হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117