চট্টগ্রামে জাইকার চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাইকা নগরীর অনেকগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাইকার সিটি গভর্নেন্স প্রকল্পের পরিচালক মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিটি মেয়রের কার্যালয়ে সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিুরুল হুদা, নির্বাহী প্রকৌশলী বিপ্লব বড়–য়া, ফরহাদুল আমলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাইকার প্রকল্প পরিচালক মো. গোলাম মোস্তফা সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে জানান, জাইকার অর্থায়নে নগরীর সে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলোর গুণগতমান অক্ষুণœ রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন করতে তারা কাজ করছেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117