ফেনীজেলার সব স্থানে পুলিশের সেবা অধিক নিশ্চিতে চালু করা হয়েছে বিট পুলিশিং অ্যাপ। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, জেলায় বসবাসরত প্রত্যেকটি নাগরিক বিট পুলিশিং-এর আওতায় রয়েছে। এ অ্যাপ ব্যবহার করে ব্যক্তি তার এলাকার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারবেন।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধী শনাক্তে জেলা পুলিশকে সহায়তা করতে পারবেন যে কেউ। এছাড়াও প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ডেস্কের ২৪/৭ হটলাইন নম্বরটিও এতে সংযোজন করা হয়েছে।
জেলা পুলিশ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক পুলিশিং বাই বিট, ফেনী অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবে নাগরিক। এতে বিটভিত্তিক সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মোবাইল নম্বর দেয়া আছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117