ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম।
এদিকে আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অংশগ্রহণকারী দেশগুলোর উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট ডিরেক্টর প্রসাদ রাও, কেনিয়া জাতীয় কাবাডি দলের কোচ লেভেন্তের ওগোতা। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কোচ, অফিসিয়াল, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ ও কোষাধ্যক্ষ আরিফ মিহির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে মালয়েশিয়া। সন্ধ্যা সাড়ে ৭টায় বর্তমান রানার্সআপ কেনিয়ার মুখোমুখি হবে ইরাক। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এবারের আসরে ৮টি দল দু‘টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলংকা, মালয়েশিয়া ও ইংল্যান্ড। অপরদিকে ‘বি’ গ্রুপে আছে কেনিয়া, নেপাল, ইন্দোনেশিয়া ও ইরাক।
উদ্বোধনী দিনের খেলা :
বাংলাদেশ বনাম ইংল্যান্ড (বিকেল সাড়ে ৫টা)
শ্রীলংকা বনাম মালয়েশিয়া (সন্ধ্যা সাড়ে ৬টা)
কেনিয়া বনাম ইরাক (সন্ধ্যা সাড়ে ৭টা)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat